বাঙালি মোরা, ডুবিয়া মরিবো আমি করোনায় নয়,
এই দৃশ্য দেখিয়া বুঝি করোনা পায় ভয়।
যে ভাবাবেই হোক না আমি যাবো নিজ বাড়ি,
দরকার হলে পদ্মা নদী দেবো আমি পাড়ি।
শক্তিশালী আমার দেশ, আছে মনোবল,
বুঝবি ঠেলা যা না বাড়ি, পাবি এর ফল।
মরার উপর খাড়ার ঘা, আসলো আম্ফান,
ঝড়, বৃষ্টি আর করোনা মাথায় নিয়ে যান।
বাড়ি আমি যাবো আজি যে ভাবেই হোক,
মরার পরে কেউ না জানি করতে পারে শোক।
মরবো আমি মারবো তোকে,
কাঁদবে না কেউ আমার শোকে।
গোসল নাই, জানাজা নাই, নাইরে দাফন-কাপন,
করোনা এসে বুঝিয়ে দিলো কেউ কারো নয় আপন।
কাঁদতে পারি না মোরা চিৎকার করে,
নিজের ঘরে থাকিতে হয় আলাদা আলাদা করে।
এ কেমন যন্ত্রণা আজ সবার বুকের মাঝে?
ঈদ হবে না আগের মত নানান রঙ্গিন সাঁজে।
কেমন করে বাঁচবো মোরা, ঝড়ের কবল হতে?
দয়া কর ওগো প্রভু, বাঁচবো তোমার রহমতে।
লেখকঃ- শারমিন রিনা
কবি ও সাহিত্যিক