সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাঙালির পানিতে নিমজ্জিত ৭৩ গ্রাম | চ্যানেল খুলনা

বাঙালির পানিতে নিমজ্জিত ৭৩ গ্রাম

অনলাইন ডেস্কঃবগুড়ায় বন্যা কবলিত তিন উপজেলার দুটিতে পানি কমলেও অপরটিতে বেড়ে পানি। যমুনা নদীতে পানি কমে বিপদ সীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে বাঙালি নদীর পানি বিপদসীমার প্রায় ৯৯ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন দুটি উপজেলায় দুই এক দিনের মধ্যে পানি কমে বিপদসীমার নিচে নামবে।

বাঙালি নদীর পানি কমতে আরো কয়েকদিন সময় লাগবে। গত ২১ জুলাই যমুনা নদীর পানি ছিল ৪৩ সেন্টিমিটার বিপদ সীমার উপর। যদিও জেলার তিনটি উপজেলা সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনটের ১৭৯টি গ্রাম এখনও জলমগ্ন রয়েছে।

বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক জানান, তার ইউনিয়নের ৭টি চরের অর্ধশত ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও গাছপালা, জায়গা জমি এবং ফসলের মাঠ যমুনা নদী ও বাঙালির নদীর পানিতে নিমজ্জিত হয়েছে। বানভাসিরা চলে যাচ্ছে স্বজনের বাড়ি। কেউ বা উচুঁ স্থানে গিয়ে মাচা করে আশ্রয় নিয়েছে। অনেক পরিবার বাঁধে খোলা আকাশের নিচেসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মন্ডল জানান, গত তিনদিনের বন্যার পানিতে সোনাতলা উপজেলায় কমপক্ষে ৭৩টি গ্রাম নিমজ্জিত হয়েছে। এর সাথে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৮০ হাজার মানুষ। সোনাতলায় এখন পর্যন্ত ১২০টি বাড়ি সম্পূর্নরুপে ভেঙ্গে যাওয়ার হিসাব পাওয়া গেছে। আংশিক ভাঙঙ্গনের মুখে পড়েছে ৭১০টি। রাস্তাক্ষতি হয়েছে প্রায় ২২ কিলোমিটার। সাড়ে ৫ হাজার হেক্টর জমিরি বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ত্রাণ দেয়া অব্যাহত রয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, যমুনা নদীতে পানি কমে বিপদ সীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। বাঙালি নদীর পানি বিপদসীমার প্রায় ৯৯ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। সোনাতলায় কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ঢাবি শিক্ষকদের হেনস্তার পর ধাওয়া দিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক মাহমুদুল

পশ্চিম সেওতায় পাঁচ যুগের সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।