স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের পক্ষ থেকে আগামী ১১ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় বিএমএম মিলনায়তনে ডোনেশন কর্মসূচী, শিক্ষাবৃত্তি এবং সোনার বাংলা সোনার মানুষ-২০২৩ স্বীকৃতি সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যারা সম্মাননা পাচ্ছেন তারা হচ্ছেন সরকারি এমএম সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার খলিলুর রহমান (শিক্ষানুরাগী), কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা (সুশাসন), ডাঃ শেখ ফরিদউদ্দিন আহমেদ (চিকিৎসা সেবা), সালেহউদ্দিন সবুজ (মানবসেবা) ও কাজী মোতাহার রহমান বাবু (সাংবাদিকতা)। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফিন ও সমাজসেবা খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আব্দুর রহমান।