চ্যানেল খুলনা ডেস্কঃফরিদপুরের সদরপুর উপজেলায় বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বিথী আক্তার নামে এক শিক্ষার্থী। উপজেলার চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী।
বিথীর বাবা আনোয়ার আলী উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়ার রাজারচর কাঠতলা মোড় এলাকার বাসিন্দা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান। বাড়িতে যখন আনোয়ার আলীর দাফনের প্রস্তুতি চলছিল তখন বিথী বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষায় অংশ নেওয়ার আগে বিথী আক্তার জানান, বাবা একজন কৃষক। তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন ছিল তার। পারিবারিকভাবে অসচ্ছল হলেও পড়াশোনার খরচ চালিয়ে গেছেন বাবা আনোয়ার আলী। বিথী আরও জানায়, বাবা তাকে অনেক ভালোবাসতেন। সেই ভালোবাসার মর্যাদা রাখতেই তার পরীক্ষায় অংশ নেওয়া।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, বাবাকে হারানো যে কোনো সন্তানের জন্য খুবই কষ্টদায়ক। এরপরও বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষা দিচ্ছেন বিথী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, বিথী পরীক্ষা দিতে কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। তাকে সান্ত্বনা দিয়েছি।