গত ১ নভেম্বর ২০২১ তারিখের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর মহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরীকে পদোন্নতি প্রদানপূর্বক একই প্রতিষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি ১৯৯৬ সনে বিএইচবিএফসিতে সিনিয়র অফিসার পদে চাকুরিতে যোগদান করেন। অরুন কুমার চৌধুরী মহাব্যবস্থাপক হিসেবে বিএইচবিএফসি’র বিভিন্ন বিভাগ ও দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) এর দায়িত্বও পালন করেন। তিনি বিএইচবিএফসি-তে সততা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০১৯-২০২০ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন। অরুন কুমার চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ হতে ১ম শ্রেণীতে স্নাতক এবং একই বিভাগ হতে ১ম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।