বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেলের শুভ জন্মদিন ১৮ অক্টোবর-কে সরকার ‘ক’ ক্যাটাগরীর দিবস হিসেবে ঘোষণার পাশাপাশি দিবসটিকে সরকারিভাবে পালনের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএইচবিএফসি দিবসটি উদযাপনের কর্মসূচী চূড়ান্তকরণ এবং প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী ১০টি কর্মসূচী নির্ধারণ ও পালন করে। এদিন অপরাহ্ন সাড়ে তিনটায় বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে শেখ রাসেলের জীবন ভিত্তিক এক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। অনুষ্ঠানটিতে কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনসমূহের প্রতিনিধিগণ সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত থেকে আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন।
এর আগে বিএইচবিএফসি’র শেখ রাসেল দিবসের কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল ১০টায় কর্পোরেশনের সদর দফতরস্থ বঙ্গবন্ধু প্যাভিলিয়নে শেখ রাসেল-এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক এর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময়, ব্যবস্থাপনা পরিচালক বঙ্গবন্ধু প্যাভিলিয়নের টিভি এবং সদর দফতর ভবনের ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডে শেখ রাসেলের জীবনভিত্তিক তথ্যচিত্র ও কন্টেন্ট প্রচার কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এ দিনের অন্যতম আরেক কর্মসূচী হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারে এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করা হয়।