চ্যানেল খুলনা ডেস্কঃ কেবল পুঁথিগত শিক্ষা নিয়ে মানুষ হওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠান আদর্শের জায়গা। শিক্ষার্থীদের সেই আদর্শের ধারক হতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসকল কথা বলেন।
বিএল কলেজ প্রাঙ্গণের অনুষ্ঠানে সিটি মেয়র আরও বলেন, কলেজের পরিবেশ সুষ্ঠু থাকা নির্ভর করে শিক্ষার্থীদের ওপর। খেলাধুলায় বিএল কলেজের দেশব্যাপী সুনাম ধরে রাখা প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়।
সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর কেএম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, ছাত্র সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সমীর কুমার দেসহ ছাত্র প্রতিনিধিরা।
এর আগে মেয়র অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা ওড়ানো এবং মশাল প্রজ¦লনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠান শেষে সিটি মেয়র দৌলতপুর শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়, শশীভূষণ শিশুনিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শশীভূষণ বিদ্যানিকেতনের দুই দিনব্যাপী মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।