খুলনা বিএসটিআইর সার্ভিল্যান্স টিমের বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান। মঙ্গলবার (৫ আগষ্ট) যশোর জেলার পেট্রোল পাম্পগুলোর ওজন পরিমাপ করা হয়। বিএসটিআই খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম রেজার নির্দেশে মেট্রোলজি বিভাগের সার্ভিল্যান্স টিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সংক্রান্ত আইনের আওতায় যশোর জেলা সদরের মেসার্স দেশ ফিলিং স্টেশন, মেসার্স তাহের সন্স ফিলিং স্টেশন,মেসার্স যশোর টার্মিনাল ফিলিং স্টেশন,মেসার্স আকবর ফিলিং স্টেশন সমূহে পরিদর্শন ও ওজন পরিমাপ করা হয়।
এছাড়াও যশোরের নওয়াপাড়ার মেসার্স মজুমদার ব্রান ওয়েল মিলস, এর পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহনের আবেদন প্রেক্ষিতে পরিদর্শন ও তাদের প্রিশিসন ব্যালেন্স ও অন্যান্য ডিজিটাল স্কেল যাচাই করা হয়।
সার্ভিল্যান্স টিমের অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই খুলনা সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ লিয়াকত হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আলী হাসান,মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
জনস্বার্থে বিএসটিআই খুলনা বিভাগীয় কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।