খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, এই শীতে গরীব ও অসহায় মানুষ অনেক দুর্ভোগ পোহাচ্ছে। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তাই বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সরকারের সময়ে যেমন কেউ না খেয়ে থাকে না, তেমনি শীতেও কেউ কষ্ট পাবে না। এ কারনে সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।
তিনি আরও বলেন, যতদিন শীত থাকবে ততদিনই ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
রোববার (৯ জানুয়ারি) দুপুরে শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ফ,ম আঃ সালাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানে সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ,আওয়ামীলীগ নেতা শ,ম জাহাঙ্গীর,আলম হাওলাদার,সরদার কামরুল ইসলাম, বাসুদেব রায় চৌধূরী,ফরহাদ সরদার,আমিনুল ইসলাম সাগর,সরদার জসীম উদ্দীন,শারাফাত হোসেন উজ্জল, শামসুল আলম বাবু,রাবেয়া খাতুন,আঃ সালাম, মিহির কুমার পাল, জাহাঙ্গীর হোসেন,তরিকুল ইসলাম, শাহরিয়ার ইমন,ময়না খাতুন রিয়াজ শেখ প্রমূখ।