সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিদেশী গোষ্ঠীকে খুশি করা আর ক্ষমতায় থাকার জন্য সুন্দরবন ধ্বংস করবেন না | চ্যানেল খুলনা

খুলনায় প্রতিনিধি সভায় আনু মুহাম্মদ

বিদেশী গোষ্ঠীকে খুশি করা আর ক্ষমতায় থাকার জন্য সুন্দরবন ধ্বংস করবেন না

চ্যানেল খুলনা ডেস্কঃতেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে মানুষকে বাঁচাতে আবারও বুক পেতে দিয়েছিল সুন্দরবন। তাই সুন্দরবন বাঁচাতে রামপাল কয়লা প্রকল্পসহ সুন্দরবন ধ্বংসী সব প্রকল্প বাতিলের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র দেশী-বিদেশী গোষ্ঠীকে খুশি করা আর ক্ষমতায় থাকার জন্য সুন্দরবন ধ্বংস করবেন না। তিনি সুন্দরবন রক্ষাসহ জাতীয় সম্পদ রক্ষা ও সব সম্পদ দেশ ও জনগণের স্বার্থে কাজে লাগাতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। দেশের সম্পদ রক্ষায় সাধারণ মানুষকে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। জাতীয় কমিটি আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় ভারতসহ অন্যান্য দেশ যখন কয়লা ভিত্তিক প্রকল্প বাতিল করে বিকল্প জ্বালানীর পথে এগোচ্ছে তখন দক্ষিণাঞ্চল জুড়ে উন্নয়ন উন্মাদনায় যে কয়লা প্রকল্প হচ্ছে তা সুন্দরবনসহ পরিবেশের ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। তিনি স্থানীয় জনগণের সম্মতি নিয়ে পরিবেশ রক্ষা করে সমগ্র উন্নয়ন কর্মকান্ড গড়ে তোলার আহ্বান জানান।
গতকাল শুক্রবার সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
কমিটির জেলা আহ্বায়ক ও সিপিবি কেন্দ্রীয় সদস্য এসএ রশীদের সভাপতিত্বে এবং জেলা সদস্য ও বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টুর সঞ্চালনায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিদের উপস্থিতিতে আরও বক্তৃতা করেন সিপিবি কেন্দ্রীয় সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স, রণজিৎ চট্টোপাধ্যায়, ইকবাল কবীর জাহিদ, শাহনওয়াজ আলী, ডাঃ মনোজ দাশ, এড. কুদরত-ই-খুদা, অরুণা চৌধুরী, সাতক্ষীরার আহ্বায়ক এ্যাড. আজাদ হোসেন বেলাল, যশোরের সদস্য সচিব মাহমুদ হাসান বুলু, বাগেরহাটের ফররুখ হাসান জুয়েল, মোংলা উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান নূরে আলম, আনিছুর রহমান মিঠু, রুহুল আমিন, অধ্যাপক সঞ্জয় সাহা, নিত্যানন্দ সরকার, আবুল হোসেন, চিত্তরঞ্জন সরকার, ইলাহদাদ খান, এড. ডাকুয়া মনসুর আলী, এইচ এম সাহাদাৎ, আব্দুল করিম, শ্রমিক নেতা মোজাম্মেল হক, এম এ সবুর রানা, কিশোর রায়, শিক্ষক নেতা নিতাই পাল, এড. বাবুল হাওলাদার, উদীচীর সুখেন রায়, বেলা’র মাহফুজুর রহমান মুকুল, সিডিপি’র ইকবাল হোসেন বিপ্লব, মাহবুবুল আলম বাদশা, কোহিনুর আক্তার কনা, সনজিৎ মন্ডল, সৌরভ সমাদ্দার ও আল আমিন শেখ প্রমুখ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।