সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিদেশে উচ্চশিক্ষার জন্য জার্নাল পেপার লেখায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ : রেজাউল করিম | চ্যানেল খুলনা

খুবি রিসার্চ সোসাইটি আয়োজিত কর্মশালায় প্রফেসর রেজাউল করিম

বিদেশে উচ্চশিক্ষার জন্য জার্নাল পেপার লেখায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ : রেজাউল করিম

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘এক্সিলিং ইন জার্নাল পেপার রাইটিং- এ কমপ্লিট গাইড টুওয়ার্ডস পাবলিকেশন’ শীর্ষক এক কর্মশালা শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ মিনিটে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, একাডেমিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান একজন শিক্ষার্থীকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। এতে অনেক বড় বড় প্রতিষ্ঠানে কর্মস্থানের সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য উন্নত বিশ্বের দেশগুলোতে গেলে একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি তাদের জার্নাল পেপার আছে কি না সে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়। সেসব দেশে সার্টিফিকেটের মতোই জার্নাল পেপারের মর্যাদা। এজন্য কিভাবে নিজেদের গবেষণাগুলো জার্নাল পেপারে তুলে ধরা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে গবেষণা, গবেষণা বিশ্লেষণ ও উপস্থাপন আমাদের আত্মস্থ করতে হবে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণামুখী। তাদের সুনাম জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে আছে। এই সুনাম আমাদের ধরে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য গবেষণাকেন্দ্রিক অনেক প্রশিক্ষণ/কর্মশালা আয়োজন করা হয়েছে। আগামীতে ওবিই কারিকুলা অ্যাসেসমেন্ট, জার্নাল পেপার রাইটিং, রিসার্চ আর্টিকেল রাইটিং ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের জন্য কর্মশালা আয়োজন করা হবে। এ ছাড়া ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আলাদা গবেষণা ফান্ড করা যায় কি না সে বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। তিনি জার্নাল পেপার লেখায় শ্রেষ্ঠত্ব অর্জনে এ ধরনের একটি অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনিক্যাল সেশনের কি-নোট স্পিকার এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি ফজলে রাব্বি শাকিল। সঞ্চালনা করেন রুকাইয়া বিনতে সুজাউদ্দিন। পরে কি-নোট স্পিকার প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ‘এক্সিলিং ইন জার্নাল পেপার রাইটিং- এ কমপ্লিট গাইড টুওয়ার্ডস পাবলিকেশন’ বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।

এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও খুবি অধিভুক্ত কেসিসি উইমেন্স কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবির পরিসংখ্যান ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

খুবিতে তৃতীয় নৈয়ায়িক ন্যাশনাল্সে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

খুবিতে সীরাত কনফারেন্স উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিদেশে উচ্চশিক্ষার জন্য জার্নাল পেপার লেখায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ : রেজাউল করিম

বিতর্কের চর্চা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও মননে গুরুত্বপূর্ণ অবদান রাখে : প্রফেসর রেজাউল করিম

খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।