বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুই দিনের সফরে ১৬ ফেব্রুয়ারি খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাগেরহাট রামপালের ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট পরিদর্শন এবং দুপুর সাড়ে ১২টায় মোংলার ১০০ মেগাওয়াট সোলার পাওয়ায় প্লান্ট পরিদর্শন করবেন। তিনি বিকাল তিনটায় মোংলা বন্দর সংলগ্ন অয়েল ইন্সটলেশন (নতুন ডিপো) পরিদর্শন এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা সার্কিট হাউজে সুন্দরবন গ্যাস কোম্পানি লি: এর সার্বিক কার্যাবলী পর্যালোচনা ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন।
তিনি ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানি (ওজোপাডিকো) পরিদর্শন, সকাল ১০টায় খুলনার খালিশপুর যমুনা অয়েল কোম্পানি লি: এর ডিপো পরিদর্শন, সকাল সাড়ে ১১টায় পদ্মা অয়েল কোম্পানি লি: এর ডিপো পরিদর্শন এবং সাড়ে ১১টায় খালিশপুরস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক নবনির্মিত ৩৩০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন। তিনি দুপুর ১২টায় খালিশপুরস্থ রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং দুপুর সাড়ে ১২টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো) এর প্রধান কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
ঐদিন বিকালে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।