বিশ্ব পোলিও দিবস ২৪ অক্টোবর (রোববার) দিবসটি উপলক্ষে শনিবার (২৩ অক্টোবর) দুপুরে খুলনায় এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মহানগরীর জাতি সংঘ শিশু পার্ক থেকে জাতীয় পোলিও প্লাস কমিটির উদ্যোগে খুলনা জোনের ৪৭টি রোটারি ক্লাবের উদ্যোগে এ র্যালী অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন।
র্যালী পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রোটারি ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট সেক্রেটারি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান এস এম নজরুল ইসলাম। রোটারি লেফটেন্যান্ট গর্ভনর রোটারিয়ান আশীষ দের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি রোটারিয়ান সাবেক সভাপতি ফেরদৌসী আলী।
স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট সেক্রেটারি দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ আলী সনি। বক্তব্য রাখেন, পিপি রোটারিয়ান এনায়েতুল করিম হেলাল,রোটারিয়ান এ এফ এম মাহমুদুর রহমান কার্নি, লেফটেন্যান্ট গর্ভনর রোটারিয়ান মোল্লা মারুফ রশিদ, রোটারিয়ান পলাশ কুমার সাহা, রোটারিয়ান শাহরিয়ার রুবেল, রোটারিয়ান মাহজাবিন মুবিনা হেমা, রোটারিয়ান মো. শামীম, আই পি পি. প্রকৌশলী নাজমুল হুদা, খুলনা মিডল্যান্ডের সভাপতি রোটারিয়ান আবু হাসান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আধুনিক খুলনার সভাপতি রোটারিয়ান হাসান আহমেদ মোল্লা, রেটারি ক্লাব অব রূপসার সভাপতি আব্দুর রউফ, রোটারিয়ান মামুন রেজা, রোটারিয়ান মল্লিক সুধাংশু, রোটারিয়ান সুদেব মন্ডল, পিপি নাজমুল হুদা সাগর, আইপিপি আনোয়ারুল স্বাধীন, পিপি সোহেল মাহমুদ, পিপি কামরুল করীম বাবু, পিপি ইঞ্জিনিয়ার রুহুল আমীন হাওলাদার মামুন হাসান রাজিব, ইভেন্ট মিডিয়া চেয়ার রোটারিয়ান মাহবুবুর রহমান মুন্না, রোটারিয়ান নাসরিন শ্রাবণী, রোটারিয়ান আমিরুজ্জামান খান মুরাদ, রোটারিয়ান শওকত হোসেন স্বপন, রোটারিয়ান এ্যাডভোকেট শারাফাত হোসেন, রোটারিয়ান ইফাত ন্যান্সী প্রমুখ ।
বক্তারা বলেন, পোলিও নির্মূলে বিশ্বব্যাপী রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশে নানা উদ্যোগের মাধ্যেমে টেকসই সমাজ উন্নয়নের একটি ভিত্তি দাঁড় করিয়েছেন রোটারিয়ানরা। দরিদ্রদের স্বাস্থ্যসেবা এবং বিশ্বকে পোলিও মুক্ত করতে রোটারির অবদান সবচেয়ে বেশি। নিরক্ষরতা দূরীকরণ, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ উন্নয়নসহ নানা কর্মসূচিও পালন করছে রোটারিয়ানরা।
জাতীয় পোলিও প্লাস কমিটির চেয়ারম্যান ড. ইশতিয়াক জামানের আহবানে খুলনার ৪৮টি রোটারি ক্লাবের ৩ শতাধিক সদস্যরা র্যালীতে অংশগ্রহন করেন বলে জানান রোটারি ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট সেক্রেটারি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান এস এম নজরুল ইসলাম।