সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিশ্ব বসতি দিবস উদযাপনে নানা কর্মসূচি | চ্যানেল খুলনা

বিশ্ব বসতি দিবস উদযাপনে নানা কর্মসূচি

চ্যানেল খুলনা ডেস্কঃ বিশ্ব বসতি দিবস আগামীকাল সোমবার (৭ অক্টোবর)। সকলের জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে। এ বছরও বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব বসতি দিবসের এ বছরের প্রতিপাদ্য যার বাংলা রূপ ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার’।

দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকার শাহবাগস্থ ঢাকা ক্লাবের সামনে থেকে সেগুনবাগিচাস্থ গণপূর্ত অধিদফতর পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটির উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

এছাড়া বিশ্ব বসতি দিবস উপলক্ষে জাতীয় দৈনিকসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ হবে। ঢাকায় ও ঢাকার বাইরের বিভাগীয় ও জেলা শহরগুলোতে একই দিনে র‌্যালি অনুষ্ঠিত হবে এবং দিবসের প্রতিপাদ্য নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন, বেসরকারি বেতার ও কমিউনিটি রেডিওসমূহ দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া দিবসটি উপলক্ষে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে তিন দিনব্যাপী গৃহায়ন মেলা অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করার কথা রয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

মিশর থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

ডি-৮ সম্মেলনে যোগ দিতে রাতেই ঢাকা ছাড়ছেন ড. ইউনূস

১৬ ডিসেম্বরকে বাংলাদেশ নয়, ভারতের বিজয় দিবস দাবি মোদির, সমালোচনার ঝড়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।