ক্রীড়া ডেস্কঃদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নেমেছে ভারত ও বাংলাদেশে। ম্যাচে টসে জিতে বোলিং করছে টাইগাররা। বোলিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ভারতের মারকুটে ব্যাটসম্যান রোহিত শর্মাকে আউট করেন শফিউল ইসলাম।
শফিউলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে রোহিত শর্মা করেন ৫ বলে ৯ রান। দুই চারে এ রান করেন তিনি। আর তাতেই স্বদেশি বিরাট কোহলিকে টপকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন এ ব্যাটসম্যান।
২৪৫০ রান নিয়ে এতদিন টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন বিরাট কোহলি। ২৪৪৩ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে ইনিংস উদ্বোধন করতে নামেন রোহিত। এ ইনিংসে মাত্র ৯ রান যোগ করলেও রোহিতের রান সংখ্যা ২৪৫২, যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ। ভারতের জার্সিতে সর্বোচ্চ ৯৯টি ম্যাচ খেলে এ রান সংগ্রহ করেছেন তিনি।
৯৯ ম্যাচে ৯১ ইনিংস ব্যাটিং করেছেন রোহিত। মারকুটে এ ব্যাটসম্যানের ব্যাটিং রেট ৩১.৮৪, স্ট্রাইকরেট ১৩৬.৬৮। তার ক্যারিয়ার সেরা ইনিংস ১১৮ রানের। এছাড়া ৪টি শতক ও ১৭টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।