শহীদ শেখ আবু নাসের এর সহধর্মীনী রিজিয়া নাসের সহ তার পরিবারের সকলের রোগমুক্তি এবং বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র ও বিসিবির পরিচালক শেখ সোহেল এর জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল বুধবার বাদ যোহর শেরে বাংলা রোডস্থ শেখপাড়ায় শহীদ শেখ আবু নাসের লিল্লাহি বোডিং ও মাদ্রাসায় এর কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা পরিষদ সদস্য চৌধুরি মো: রায়হান ফরিদ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, মহানগর যুবলীগ নেতা নজরুল ইসলাম দুলু, মো: কামরুল ইসলাম, মহানগর ছাত্রলীগ নেতা রণবীর বাড়ই সজল, দিদারুল আলম, মাহামুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেস, বায়েজিদ সিনা, মশিউর রহমান বাদশা, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, শাহ আরাফাত রাহিব, শংকর কুন্ডু প্রমুখ। উক্ত দোয়া মহাফিলে বেগম রিজিয়া নাসের ও তার পরিবারের সকল সদস্যদের রোগমুক্ত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়। কোরআর খতম ও দোয়া শেষে লিল্লাহি বোডিং এর সকল ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় । (ছবি-২ সংযুক্ত)
এছাড়াও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বিসিবির পরিচালক শেখ সোহেল এর জন্মদিন উপলক্ষে অসহায় দিনমজুর মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুর ২ ঘটিকায় নগরীর রেলস্টেশনে এর খাদ্য বিতরণ করা হয়। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল অতিথি হিসেবে এ খাদ্য বিতরণ উদ্বোধন করেন। খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রণবীর বাড়ই সজলের উদ্যোগে এ খাদ্য বিতরণ করা হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা দিদারুল আলম, সোহান হোসেন শাওন, বায়েজিদ সিনা, দেবাশিষ মিস্ত্রী, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, শংকর কুন্ডু, হাদিউজ্জামান তুরান প্রমুখ।