কানাডার অটোয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলায় ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় গত শনিবার (২ সেপ্টেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার স্থানে দুটি বিয়ের অনুষ্ঠান চলছিল। ভেন্যুর বাইরে পার্কিং জোনে হামলার ঘটনাটি ঘটে। হঠাৎ গোলাগুলির শব্দ শুনে অবাক হন অতিথিরা। অনেকে দৌড়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করেন।
ওই রাতে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন নিকু। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হঠাৎ হট্টগোল শুরু হয়ে যায়। যে যার মতো দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তার ঠিক নেই। টানা গুলি হচ্ছিল। কিছুক্ষণ থামল, আবারও শুরু হলো। ১৫ থেকে ১৬টি গুলির শব্দ শুনতে পেয়েছি আমি।
অটোয়া পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। একজনের বয়স ২৬, অন্যজনের ২৯। তারা টরন্টো থেকে এসেছিলেন। আহত ৬ জনের মধ্যে মার্কিন নাগরিক রয়েছেন। তাদের অবস্থা গুরুতর নয়।