রামপাল উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মুত্তালিব (৭৬) গত বুধবার রাতে নগরীর পৈ-পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যু সংবাদ শুনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মরহুমের বাসভবনে যান এবং স্ত্রী ও কন্যাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সিটি মেয়র মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
বৃহস্পতিবার গার্ড অব অনার প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধা আব্দুল মুত্তালিবের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় এবং বাদ জোহর নামাজে জানাযা শেষে নগরীর বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। সিটি মেয়রসহ দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী জানাযায় অংশগ্রহণ করেন।