ক্রীড়া ডেস্কঃমাত্র ৩৬ ওভার তিন বল হয়েছে পি সারা ওভালে। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেটে ৮৫ রান তোলে শ্রীলঙ্কা। প্রথম সেশন তো পুরোই ভেস্তে যায় বৃষ্টির কারণে। এমনকি মধ্যাহ্ন ভোজ সেরে করুণারত্নে ও উইলিয়ামসন ছুটে যান টস করতে। চা বিরতি পর্যন্ত কোনো সমস্যা হয়নি। শেষ সেশনে এসে সাত ওভার তিন বলের পর আবারও বৃষ্টির হানা। এতে সারা দিনের ৫৩ ওভার তিন বলের খেলা কেড়ে নিল বৃষ্টি।
গল টেস্টের জয়ের পর আকিলা দনাঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে লঙ্কান শিবির। এতে কলম্বো টেস্টে তাকে ছাড়াই একাদশ গড়ে স্বাগতিক শিবির। আকিলার পরিবর্তে জায়গা পেলেন দিলরুয়ান পেরেরা। নিউজিল্যান্ড শিবিরেও এসেছে একটি পরিবর্তন। মিচেল স্যান্টনারের পরিবর্তে সুযোগ পেলেন কলিন ডি গ্র্যান্ডহোম।
টস জিতে ব্যাট করতে নেমে ২৯ রানের ওপেনিং জুটি গড়ে শ্রীলঙ্কা। মাত্র দুই রান করে থিরিমান্নে বিদায় নেন সমারভিলের অফস্পিনে। দ্বিতীয় উইকেটে ৫০ রান তোলে লঙ্কানরা। ৩২ রান করে কুশল মেন্ডিস আউট গ্র্যান্ডহোমের বলে। ৪৯ রানে অপরাজিত অধিনায়ক করুণারত্নে। আরেকপ্রান্তে, ম্যাথুস এখনো রানের খাতা খুলতে পারেননি।