যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোলের পাঁচটি খাবার হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে তিন হোটেলকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্যানিটারি ইন্সপেক্টরের উপস্থিতিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে বেনাপোলের বিভিন্ন হোটেলে এই অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী।
তিনি বলেন, বেনাপোলের অধিকাংশ হোটেল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করছে এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে সংরক্ষণ ও প্রদর্শন করছে না। উপর্যুক্ত অপরাধে এবং লাইসেন্স না থাকার কারণে সৌরভ হোটেলকে ৫০ হাজার টাকা, শাপলা হোটেলকে ৫০ হাজার টাকা এবং আরব চাইনিজ রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গ হোটেলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, সব অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।