সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বেলা’র আয়োজনে ইটভাটার সমস্যা ও লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীদের নিয়ে আলোচনা সভা | চ্যানেল খুলনা

বেলা’র আয়োজনে ইটভাটার সমস্যা ও লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীদের নিয়ে আলোচনা সভা

রবিবার (২৮ মে) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে রতনপুর সিএবি ইটভাটার সমস্যা ও লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শরিফেুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর এলাকার অন্যতম নাগরিক সংগঠক আলবার্ট মাইকেল মন্ডল, সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বেলা, খুলনা বিভাগের বিভাগীয়য় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। আলোচনায় ক্ষতিগ্রস্থ কৃষক এবং এলাবাসীরা বলেন, রতনপুর এলাকা একটি কৃষিপ্রধান এলাকা। এই এলাকায় বছরে তিনটি ধান ছাড়াও পানের বরজ, আম এবং লিচু বাগাানে ঘেরা।
এমন একটি এলাকায় জনৈক চাঁদ আলী দীর্ঘ দুই বছর ধরে ২৬ বিঘা জমি লীজ নিয়ে সেখানে ইটভাটা কার্যক্রম পরিচালনা করে আসছে। এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবনধারণ করে। অর্থাৎ অধিকাংশ মানুষ কৃষি ও পানের বরজ-আমও লিচু চাষের উপর নির্ভরশীল। এলাকায় তিন ধর্মের জনগোষ্ঠী আছে যার শতকরা ৬০ ভাগ খৃষ্টান, শতকরা ২৫ ভাগ মুসলমান এবং শতকরা ১৫ ভাগ হিন্দু ধর্শাবলম্বী যারা এই ইটভাটার আধা থেকে একমাইলের মধ্যে বসবাস করে। ক্ষতিগ্রস্থ কৃষকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এলাকার মানুষ জীবিকা রক্ষার তাগিদে এই ইটভাটা চায় না। এলাকার মানুষের অভিযোগ থাকা সত্ত্বেও চাঁদ আলী জোরপূর্বক এই ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে। এই ইটভাটা এভাবে চলতে থাকলে সবাই কৃষিজমি হারিয়ে কর্মহীন হয়ে পড়বে। এলাকার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হবে। তারা দুঃখ প্রকাশ করে বলেন, ইটভাটা বন্ধের দাবিতে এলাকার মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেরও কোন ফল পাচ্ছে না। জনেগোষ্ঠীর উপস্থিত প্রতিনিধিরা এলাকার কৃষি, পানের বরজ, আম-লিচু বাগান, জনবসতি রক্ষায় জরুরীভাবে এই ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, মোন মন্ডল, উত্তম দাস, মোঃ হাসিবুল মোল্লা, সন্তোষ বিশ্বাস, নিলু মন্ডল, বিষ্ণু মন্ডল, মোঃ আব্দুর রশীদ, মোঃ আন্নাল তরফদার, মোঃ খোকন সেখ প্রমূখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

জেসিআই ঢাকা সিগনেচার’র লোকাল প্রেসিডেন্ট সুমন সাহা

মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপ‌তি মো. মাহমুদ আহসান টিটো, সরোয়ার হোসেন সে‌ক্রেটা‌রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।