চ্যানেল খুলনা ডেস্কঃ বেসিক ব্যাংকের ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির চাকরিচ্যুত এক ডিজিএমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
আসামিরা হলেন বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ডিজিএম এস আসিফ আহমেদ, ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স কম-এক্সিমের স্বত্বাধীকারী মীর মো. মনজুরুল ইসলাম এবং তার বাবা ঋণ গ্রহীতার প্রতিনিধি মীর মো. বোরহান।মামলার এজাহারে বলা হয়, মনজুরুলের নামে ঋণ মঞ্জুরির পর বন্ধকী দলিল সম্পাদন ও রেজিস্ট্রি না করেই ২০০৮ সালের ৪ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে এক কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৫১১ টাকা উত্তোলন করে আসামিরা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন- ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।