সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
ব্যক্তি স্বার্থের জন্য কোন কাজ করবেন না দেশের স্বার্থে নীতি নিয়ে কাজ করবেন: সম্প্রীতি সমাবেশে ডক্টর ফরিদুল ইসলাম | চ্যানেল খুলনা

ব্যক্তি স্বার্থের জন্য কোন কাজ করবেন না দেশের স্বার্থে নীতি নিয়ে কাজ করবেন: সম্প্রীতি সমাবেশে ডক্টর ফরিদুল ইসলাম

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। কি পেলাম কি পেলাম না এটা ভেবে রাজনীতি করি না। এ অঞ্চলে আপনাদের সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই। সামনের দিনে নেতা নির্বাচনে টাকার বিনিময়ে কাউকে ভোট দিবেন না। প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে বিশ্বাসী। তাই এ দেশে আমরা শান্তি কামনা করি। সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রীস্টান সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। পতিত স্বৈরাচারের দোসররা পালিয়ে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। আপনারা গুজবে কান দিবেন না। কেউ ধর্ম নিয়ে গুজব সৃষ্টি করার চেষ্টা করে তাও প্রতিহত করতে হবে। তাহলে অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ ব্যক্তি স্বার্থের জন্য কোন কাজ করবেন না দেশের স্বার্থে নীতি নিয়ে কাজ করবেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সম্প্রীতির বার্তা সারাদেশে ছড়িয়ে দিতে চাই। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্র জনতার এ অর্জন কোনভাবেই বৃথা হতে দেওয়া যাবে না। সকলে মিলেমিশে কাজ করলেই আমরা পাব বৈষম্যহীন বাংলাদেশ।

শুক্রবার(৬ ডিসেম্বর) সকালে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দিগরাজ বাজার কেন্দ্রীয় মন্দির মাঠে সকল ধর্মাবলম্বীদের নিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পঙ্কজ বিশ্বাস’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট’র বাগেরহাট জেলার সদস্য সচিব শিমুল চন্দ্র রায়, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা আবু হোসেন পনি, বাবলু ভুইয়া, খোরশেদ আলম, রনি বাবুল, সফরুল হায়দার সুজন, আঃ রাজ্জাক, যুবদল নেতা এম এ কাশেম, ও খালিদ মাহমুদ সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন যুবনেতা সেলিম রেজা, বাইজিদ বোস্তামি রাব্বি, মোল্যা কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, মাহবুব হোসেন, মোঃ জসিম খান, রামপাল উপজেলা বিএনপি নেতা এস, এম, আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ওজিয়ার রহমান, জাহিদুল ইসলামসহ সমাবেশে হিন্দু, মুসললিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোল্লাহাটে নিরাপত্তার চেয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন

চিতলমারীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোংলা নদীর ত্রিমোহনায় ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ফকিরহাট পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

মোংলার ফের হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার, নৌকা জব্দ

চিতলমারীতে শেরে বাংলা কলেজ শিক্ষকদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।