বিএইচবিএফসি’র সফলতম ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম মহেদয়ের বিদায় সংবর্ধনা গত ২৫ আগস্ট, বৃহস্পতিবার কর্পোরেশনের সদর দফতরস্হ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী-এঁর সভাপতিত্বে এদিন অপরাহ্ন ৩টায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসি’র চার মহাব্যবস্থাপক ও সদর দফতরের উপমহাব্যবস্থাপকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারি এবং সংগঠনসমূহের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। সংগঠনসমূহ, শাখা,রিজিওনাল ও জোনাল অফিসের পক্ষ থেকে বিদায়ী নির্বাহীর দক্ষতা, সফলতা এবং তাঁর ব্যক্তি-চরিত্রের মাধুর্য বিষয়ে বক্তব্য প্রদান করা হয়। সদর দফতরের দু’জন উপমহাব্যবস্হাপক, উপস্থিত সকল মহাব্যবস্হাপক এবং অনুষ্ঠানের সভাপতি মহোদয় জনাব মো. আফজাল করিম-এঁর অতুলনীয় নেতৃত্ব, সততা, দক্ষতা, সফলতা এবং তাঁর অনুপম চারিত্রিক গুণাবলীর প্রশংসা করে বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানটির বিদায়ী সর্বোচ্চ এ নির্বাহী তাঁর হৃদয়গ্রাহী বক্তব্যে দায়িত্ব পালনকালে সকলের সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানটিকে সফলতার শীর্ষে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সকলের মঙ্গল কামনা করেন। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব মো. আফজাল করিম-কে রাষ্ট্রায়াত্ব সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগ প্রদান করায় ২৫ আগস্ট বিএইচবিএফসি-তে তিনি তাঁর কর্মকাল সমাপ্ত করেন।