অনলাইন ডেস্কঃব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে মরিজান (১৭) নামে এক রোহিঙ্গা কিশোরীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা কিশোরীসহ তার সাজানো বাবা-মাকেও আটক করা হয়।আটক রোহিঙ্গা কিশোরী মরিজান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সে মিয়ানমারের আরাকান রাজ্যের জাকেরের মেয়ে। বর্তমান জন্ম সনদে পাওয়া নাম মোছাম্মৎ তানজিনা আক্তার ও বাবার নাম মো. মোখলেছ মুন্সী।সাজানো বাবা-মা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামের মোখলেছুর রহমান (৫০) ও আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গিরিশনগর গ্রামের লিপা বেগম (৩৮)।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া বাবা-মাকে সঙ্গে নিয়ে মরিজান পাসপোর্ট করতে আসলে তাকে আটক করা হয়।