অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম,বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।
এ জন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।
মঙ্গলবার সকাল ৭ টায়, ডুমুরিয়া কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, ডুমুরিয়া প্রেসক্লাব। এ সময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি, এস.এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, শেখ মাহতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক, জাহিদুর রহমান বিপ্লব, ক্রীয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আব্দুল রশিদ বাচ্চু, অর্থ সম্পদক এস রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, কার্য নির্বাহী সিনিয়র সদস্য, এম এ এরশাদ, নির্বাহী সদস্য সুজিত মল্লিক, সদস্য শেখ সিরাজুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, এস,এম ইলিয়াস। আরো সাংবাদিক উপস্থিত
ছিলেন এস,কে বাপ্পি, বাঁধন মন্ডল প্রমুখ।
শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষ করে। ডুমুরিয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।