চলে গেলেন সকলের শ্রদ্ধেয়, প্রখ্যাত শ্রমিক নেতা, ভাষা সৈনিক লোকমান হাকিম ভাই। পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন শয্যাসায়ী থাকাবস্থায় বুধবার (২৬ মে) ভোর ৪টায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহ… রাজেউন)। খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক শোক বিবৃতিতে উল্লেখ করেছেন, অত্যন্ত বড় মাপের শ্রমিক নেতা লোকমান হাকিম ছিলেন সুবক্তা স্পষ্টবাদী ও খুলনা গড়ার আন্দোলনে নিবেদিত প্রান এবং শ্রমিক আন্দোলনের প্রানপুরুষ এবং সদা হাস্যোজ্জল নির্লোভ মানুষ। গনতান্ত্রিক আন্দোলনে তাঁর বিরোচিত ভূমিকা গনতন্ত্রকামী জনগন ও আন্দোলন কারীদের অনুপ্রেরনা হিসেবে কাজ করবে। নেতৃবৃন্দ আরও বলেন খুলনার রাজনৈতিক অংগনের ত্যাগী ও বলিষ্ট নেতা মরহুম লোকমান হাকিমের মৃত্যুতে খুলনাবাসি সত্যিকারের একজন দেশপ্রেমিককে হারিয়েছে। বিএনপি নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি