ক্রীড়া ডেস্কঃচলতি বছরেই পাঁচ বাংলাদেশি ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বাংলাদেশের মতো পাকিস্তান ক্রিকেট অঙ্গনেও বিয়ের ধুম পড়েছে। কয়দিন আগেই ভারতীয় এক মেয়ের সঙ্গে আটঘাট বাঁধেন পাকিস্তানের পেস তারকা হাসান আলী। এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দলটির অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
শনিবার (২৪ আগস্ট) ইসলামাবাদের ফয়সাল মসজিদে যুক্তরাজ্য প্রবাসী এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমাদ। ইমাদের নববিবাহিত স্ত্রীর নাম সানিয়া আহফাক। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারের সঙ্গে সানিয়ার পরিচয় লন্ডনে। সেখান থেকেই ভালো-লাগা। সেই ভালো লাগা অবশেষে প্রণয়ে গড়াল।
ইমাদের বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। ইতিমধ্যেই সতীর্থ ও বোর্ড কর্মকর্তাদের নিমন্ত্রণ কার্ড পাঠিয়েছেন তিনি। বিয়েতে দাওয়াত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকেও।
পাকিস্তান ক্রিকেটের নিয়মিত মুখ ইমাদের জন্ম ওয়েলসে। ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়ে খেলেন তিনি। তবে জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানকেই। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৫২ ওয়ানডে ও ৩৫ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ইমাদ।