অনলাইন ডেস্কঃভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন শীঘ্রই ভোলা-বরিশাল ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।পদ্মা ব্রিজ চালু হওয়ার পর ভোলা-বরিশাল ব্রিজ করা হলে ঢাকা-খুলনা-বরিশাল-চট্টগ্রামের সহজ সংযোগ সড়ক হবে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুট। তখন এই রুটে আরও বেশ কয়েকটি ফেরি চলাচল করবে।
জেলা প্রশাসক জানান, ভোলা জেলার উন্নয়নকল্পে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এসবের মধ্যে রয়েছে ভোলায় দুইটি শিল্পাঞ্চল গড়ে তোলা। ভোলার বিসিক শিল্প নগরীকে কার্যকর করে গড়ে তোলা। ভোলার চরাঞ্চলের উন্নয়ন করা। ভোলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা।
মঙ্গলবার (২৩ জুলাই) ভোলা অফিসার্স ক্লাবে হেল্প লাইন নম্বর ‘৩৩৩’ এর ব্যাপক প্রচারণার লক্ষ্যে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক এসব তথ্য তুলে ধরেন।এ জন্য জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হেল্প লাইন ‘৩৩৩’ এর সেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যেন মানুষ এই হেল্প লাইন থেকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে। তথ্য পেতে পারে। পাশাপাশি অভিযোগ ও তথ্য পেতে পারে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. আতাহার মিয়া, শিক্ষাবিদ অধ্যাপক রুহুল আমিন জাহাঙ্গির, জেলা তথ্য অফিসার আহসান কবির।