যশোরে ১০ পিস সোনারবারসহ জাহিদুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৪ নভেম্বর) জেলার মণিরামপুর উপজেলার পৌর এলাকার বাঁধ ঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদুর রহমানের বাড়ি মানিকগঞ্জের সিংড়া উপজেলায়। যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবির একটি টিম থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাঁধাঘাটা নামকস্থানে অভিযান চালিয়। এসময় তারা ১০ পিস সোনারবারসহ জাহিদুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করে। উদ্ধারকৃত সোনার মূল্য এক কোটি ৫ লাখ টাকা।
আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত সোনা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি শেখ মনিরুজ্জামান।