দেশের সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সমুদ্র সম্পদ সংরক্ষণে আজ থেকে ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা নিষেধ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৩শে জুলাই পর্যন্ত ৬৫ দিনের এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় নিয়মিত অভিযান পরিচালনা করবে নৌবাহিনী, নৌ পুলিশ ও কোস্টগার্ড।
এরইমধ্যে পটুয়াখালীর মহিপুরের শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে আশ্রয় নিয়েছে হাজার হাজার মাছ ধরার ট্রলার। মাছের কিছু প্রজাতির বংশবৃদ্ধির ও অবাধ প্রজননের লক্ষ্যেই সাগরে এই কার্যক্রম পরিচালনা হয় প্রতিবছর।
মাছ ধরা বন্ধ থাকায় উপকূলের নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেয়ার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর।