শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি ও সাধারণ সম্পাদক মো: সাদিকুর রহমান সোহেল এক বিবৃতিতে জানিয়েছেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি মনিরুল ইসলাম সোহাগের সাথে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। কেন্দ্রীয় কমিটি তার কৃতকর্মের জন্য ইতোপূর্বে তাকে অব্যাহতি দিয়ে বর্তমান কমিটি গঠন করেছেন এবং বর্তমান কমিটি সাংগঠনিক নিয়মে কর্মকান্ড পরিচালনা করে আসছে। ব্যক্তি মনিরুল ইসলাম সোহাগকে নিয়ে কেউ কোন কর্মকান্ড করলে এবং তাকে নিয়ে ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালালে তার দায়ভার তাকে নিতে হবে এবং সংগঠন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে। এছাড়া কেন্দ্রীয় মহাসচিব এর নির্দেশনা অনুযায়ী সংগঠনের মহানগর শাখার উপ দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম পিয়াল সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাকে বহিষ্কার করা হলো ।