গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিনকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ্য থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন এবং তার কর্ম অভিজ্ঞতায় দেশের জনমানুষের আশা-আকাঙ্খা প্রতিভূ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।