মাগুরা সদরের শ্রীরামপুর গ্রামে সামাজিক দলাদলির জের ধরে জাহিদ জোয়ার্দ্দার (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে পতিপক্ষরা। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই সাইদ জোয়ার্দ্দার অভিযোগ করেন, তার ভাই নিহত জাহিদ জোয়ার্দ্দার গতকাল শনিবার বিকেলে শ্রীরামপুর মাঠে সার দিতে যায়। সার দিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় মাঠেই পতিপক্ষ আরজুর লোকজন তার দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও রড দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে ফেলে রাখে। পরে এলাকার লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। রাতেই ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। আজ রবিবার ভোর রাতে তার লাশ স্বজনরা মাগুরা সদর থানায় নিয়ে গেলে পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উল্লেখ্য, দির্ঘ্যদিন ধরে স্থানীয় আওয়ামীলীগ নেতা চান মিয়া এবং আরজু গ্রুপের মধ্যে বিরোদ চলে আসছে। নিহত জাহিদ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গৌতম কুমার জানান, পতিপক্ষের লোকজন শনিবার সন্ধ্যায় শ্রীরামপুর গ্রামের কৃষক জাহিদ জোর্দ্দার কে পিটিয়ে মারাত্বক আহত করে ফেলে রাখে। পরে তাকে মাগুরা হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা গেছে। লাশের ময়না তদন্ত করা হ”েছ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।