মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী ব্রাক অফিস এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী গোল্ডেন লাইনের একটি বাস থেকে বিরল প্রজাতির একটি বন্য হনুমান উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ। এ সময় নিষিদ্ধ বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাসের সুপারভাইজার সুব্রত কুমার ধরকে আটক করেছে পুলিশ। তার বাড়ি সাতক্ষীরা ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ (ক্রাইম এন্ড অপস) জানান, বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা পারনান্দুয়ালী ব্রাক অফিসের সামনে সাতক্ষীরাগামী গোল্ডেন লাইনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির একটি বন্য হনুমান উদ্ধার করা হয়েছে। এ সময় বাসের সুপারভাইজার ও পাচারকারী চক্রের সক্রিয় সদস্য সুব্রত কুমার ধ্বর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত সুব্রতর দেয়া তথ্যমতে জানা গেছে ঢাকার সাভার হতে সাতক্ষীরা রানা নামে এক ব্যক্তির উদ্দেশ্যে হনুমানটি নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত হনুমান বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হবে।
এ বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।