মাগুরা জেলায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার – প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সরকারী -বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প মাগুরার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. জেনারুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা সমন্বয়কারী শিউলী আক্তার ও মো: তৌহিদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য মন্ডলী।