মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় মাগুরা সদরের বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুর মধ্যপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, মনিরামপুর গ্রামের মুরাদ মোল্লা এবং মান্নান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে মঙ্গলবার সাহেব ফকির ও শহীদ ফকিরের জমি মাপাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় । এ ঘটনার জের ধরে বুধবার ইফতারের আগে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এহসানুল হক মাসুম জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ, মোঃ জব্বারুল ইসলাম জানান, মনিরামপুর গ্রামে দুটি সামাজিক দলের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।