মাগুরায় আজ রবিবার দুপুরে পানিতে ডুবে পৃথক দুই স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। মাগুরা সদরের লস্করপুর ও মহম্মদপুর উপজেলার নারায়ণপুর গ্রামে বাড়ি সংলগ্ন পুকুরের পানি থেকে উদ্ধারের পর একই সময়ে তাদের দুজনকে মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ সময় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শিশুদের স্বজনদের কান্নায় হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
নিহত শিশুরা হলো মাগুরা সদরেরর মালিক গ্রামের বাসিন্দা সজিব শেখের দুই বছরের পুত্র সাদিকুল (২) ও অপর শিশু মাগুরা মহম্মদপুর উপজেলার বিনদপুর নারায়ণপুর গ্রামের ইলাম বিশ্বাসের চার বছর বয়সী শিশু পুত্র আলিফ (৪)।
নিহত শিশু সাদিকুলের নানা সিরাজ মোল্লার ভাই মহসিন মোল্লা জানান, সম্প্রতি মায়ের সাথে নানার বাড়ি লস্করপুর বেড়াতে আসে তারা। অন্যান্য সময়ের আজও বাড়ি সংলগ্ন পুকুরের ধারে খেলা করছিল সাদিকুল। এ সময় তার মা ঘর থেকে নামায পড়ে ফিরে আনুমানিক দুপুর দেড় টার সময় সাদিকুলকে দেখতে পান না। অনেক খোজাখুজির পর অবশেষে ২টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন তারা। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অপর শিশু আলিফের মা আয়েশা বেগম জানান, আজ দুপুর এক টার দিকে বাড়িতে সাংসারিক কাজ করছিলেন তিনি এ সময় বাড়ির পাশেবেকাএকাই খেলা করছিলো শিশু আলিফ। সাংসারিক ব্যস্ততা সেরে আলিফকে খুজতে গেলে তাকে খুজে পান না তিনি। এক পর্যায়ে বাড়ির পাশের বড় পুকুরের পানিতে ভাসতে দেখা যায় তাকে। পরে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক, ডা: মুহা: এহসানুল হক মাসুম জানান প্রায় সময় পানিতে ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুকে জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এ সময় তাদের দু’জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। সম্প্রতি প্রায়ই শিশুদের পানিতে ডুবির মতো এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। সামনে বর্ষা মৌসুমে সকলকে আরও সচেতন হবার তাগিদ দেন তিনি।