মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামের পাখি মাষ্টারকে মসজিদের ভিতরে পিটিয়ে হত্যার ঘটনায় খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার ।
সোমবার (২১ জুন) সকালে উপজেলা বাসষ্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নিহত পাখি মাষ্টার পলাশবাড়িয়া উত্তর-পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মহম্মদপুর উপজেলা শিক্ষক পরিবার কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের সভাপতি এম রেজাউল করিম চুন্নু, সাধারন সম্পাদক শরিফ মো: মাহাবুবুর রহমান, আর এস কে এইস ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক কে এম নাসিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, প্রভাষক ইউনুস আলী সর্দার , প্রধান শিক্ষক মো: আলিমুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা খুনের সাথে জড়িত আসামিদের দ্রত গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। এ সময় মানববন্ধনে শিক্ষকরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দোষীদের গ্রেফতারের দাবী জানায়। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে শিক্ষক পরিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্বারকলিপি জমা দেন।
উল্লেখ্য পূর্ব শত্রুতার জের ধরে শনিবার বিকালে পাখি মাষ্টারকে মসজিদের ভেতরে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
মহম্মদপুর থানার অফসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন , এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। তবে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গতকাল ৩ জনকে আটক করা হয়েছে।