মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুরে লটারীর মাধ্যমে সোমবার দুপুরে বোরো ধান ক্রয়ের জন্য কৃষক নির্বাচন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের উপন্থিতিতে লটারী অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুৃল গণি শাহিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীেেগর সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, নার্গিস সুলতানা, কৃষি অফিসার সালমা জাহান নিপা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর জানান, চলতি বোরো মৌসুমে লটারীর মাধ্যমে উপজেলার ১৬৮ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। সরকার প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা করে নির্ধারণ করেছে।