মাগুরা প্রতিনিধি : মাগুরায় গত ৬ তারিখ শনিবার করোনা উপসর্গ নিয়ে মৃত মুন্সি জাহিদুল ইসলাম এর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এবং শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে কানন মোল্যা নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মাগুরায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় সোমবার ২৪ ঘন্টায় একজন আইনজীবী ও একজন স্বাস্থ্যকর্মীসহ মোট ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
মাগুরা সিভিল সার্জনের কার্যালয় এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৬ জুন শনিবার করোনা উপসর্গ নিয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সি জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি মারা যান। এবং শ্রীপুর উপজেলা সদরের পূর্ব পাড়ার ২২ বছরের এক যুবক গত ২৮ মে তারিখে বিষপান করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ৩০শে মে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরলেও নতুন করে অসুস্থ্য হয়ে পড়লে গত ৫ জুন তাকে আবার শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবার ভর্তি করা হয়। এ সময় তার শরীরে করোনা উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করা হয়। রবিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায় তার করোনা পজিটিভ ছিল।
জেলায় মোট আক্রান্ত ৪০ জন। মারা গেছেন ২জন, এছাড়া সুস্থ হয়েছে ১৯ জন।