স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরায় জাতীয় যুবদিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন, পায়রা অবমুক্ত করণ, বর্ণ্যঢ্য র্যালী, স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন, স্বেচ্ছায় রক্তদান, যুব সংগঠনের মধ্যে গাছের চারা, যুব ঋনের চেক এবং সফল আত্মকর্মী এবং যুব সংগঠনের সফলতা সনদ, প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও আলোচনা সভা।
বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এ কর্মসুচির উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী সানিউল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফরহাত নুর। এসময় অনুষ্ঠানে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষনার্থী যুবক যুবতী কর্মচারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।