মাগুরায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযুদ্ধেও সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মেও ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ”এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” আলোচনা, প্রামান্য চলচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
বুধবার সকালে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জহিরুল ইসলাম পুলিশ সুপার মাগুরা, বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ সভাপতি জেলা আওয়ামীলীগ মাগুরা, বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা এ এস এম আব্দুর রহমান সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা, মো: রেজাউল করিম জেলা তথ্য অফিসার ।
”এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” আলোচনা, প্রামান্য চলচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।