করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করেছে জেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নের্তৃবৃন্দ।
শনিবার সকালে শহরের ঢাকা রোড, চৌরঙ্গী মোড়, নতুনবাজার,কেশবমোড় ও ভায়না মোড়ে প্রায় সহস্্রাধিক শ্রমজীবী,জনসাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় তারা হ্যান্ড স্যানিটাইজার এবং বিস্কুট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ন আহবায়ক আলী আহমেদ আহাদ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, শেখ মেহেদীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, করোনার ২য় মহামারিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা যুবলীগসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ শহরের বিভিন্ন এলাকায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগিতায় আমরা এ বিতরণ কর্মসূচি পালন করেছি। আগামীতে জেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।