বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় মাগুরায় নতুন রেফারী প্রশিক্ষন কোর্স প্রধান অতিথি হিসাবে উদ্ভোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তিনি বলেন, পক্ষপাত মূলক রেফারিং দেশের ফুটবল ঐতিহ্য হারানোর অন্যতম একটি কারন। লোভ লালসা বাদ দিয়ে নীতি নৈতিকতা ও প্রকৃত আইন দিয়ে রেফারী যদি বিচারকের দায়িত্ব সঠিক ভাবে পালন করে তাহলেই ফুটবল তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়াম মিলনায়তনে ৭ দিন ব্যাপী রেফারী প্রশিক্ষন কোর্স উদ্ভোধনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ৪ জন প্রমিলা ফুটবলারসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৬০ জন নতুন রেফারী প্রশিক্ষনে অংশ নিয়েছেন। বাফুফের রেফারী এহসানুল হক ও নাজমুল হোসেন প্রশিক্ষক হিসাবে এ ক্যাম্প পরিচালনা করবেন।
উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন মাগুরা পুলিশ সুপার ও জেলা রেফারী সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সহ-সভাপতি বাবুল ফকির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমূখ।