মাদক ও সন্ত্রাসমুক্ত খালিশপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোস্তাক আহম্মদ-পিপিএম। গত ৬ সেপ্টেম্বর তিনি কর্মস্থলে যোগদান করেন।
এর আগে তিনি কেএমপি’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক (বোম স্কোয়াড)-এ তিন মাস দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নগরীর দৌলতপুর থানায় সাফল্যের সাথে দীর্ঘ আড়াই বছর অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কর্মরত থাকাকালীন কোনো ধরনের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি-ছিনতাইসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আপোষ করেননি।
ওসি মোস্তাক আহম্মদ বলেন, খালিশপুর থানা এলাকা মাদককে জিরো টলারেন্সে আনতে সবধরনের আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, শিল্পনগরী খালিশপুর থানা এলাকা মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত, রাজনৈতিক প্রভাব, দালাল মুক্ত থাকবে ।
তিনি বলেন, স্থানীয় জনসাধারণে প্রতি আস্তা অর্জন, সাধারণ মানুষের সাথে বন্ধু সুলভ আচরণ, সন্ধ্যার পর এলাকার বিভিন্ন অলি-গলিতে কোনো আড্ডা ও খামখেয়ালীপনাভাবে চলাচল করা যাবে না। বিশেষ করে কিশোর গ্যাং নির্মূল করতে টহল ব্যবস্থা জোরদার থাকবে। ২০১৫ সালে খুলনার শিশু রাকিব হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করার সুবাদে তিনি রাষ্ট্রপতি পদক পিপিএম অর্জন করতে সক্ষম হয়েছেন।