সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেছেন, মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলাধূলার প্রতি আকৃষ্ট করতে হবে। আর এ লক্ষ্যে ক্রীড়া সংগঠকদের বেশি বেশি খেলাধূলার আয়োজন করতে হবে। যুব সমাজকে মাঠে আনতে হবে। মাদক মুক্ত যুব সমাজ গড়ে খেলাধূলার বিকল্প নেই। সমাজ থেকে মাদক মুক্ত করতে যুব সমাজকে ভালো ভালো কর্মকান্ডে অংশ গ্রহন করাতে হবে।
শুক্রবার বিকালে সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ৮ দলীয় নক আউট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাশিদুজ্জামান রাশি, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম, সবুর খান, সেলিম গাজী, সবুর সরদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিলন। সাবির্ক সহযোগিতায় ছিলেন, তুষাল ও জিল্লু। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ধারাভাষ্যে ছিলেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তম আলী।
খেলা গড়েরকান্দা যুব একাদশ ও বাটকেখালী যুব একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় নিদৃষ্ট সময়ের মধ্যে কোন পক্ষ গোল দিতে পারেনি। পরবর্তীতে ট্রাইব্রেকারে ৩-১ গোলে গড়েরকান্দা যুব একাদশ জয়লাভ করে।