মানব পাচারের শিকার ব্যক্তিদের সম্বন্বিত সেবাদানের লক্ষ্যে জাতীয় রেফারেল কাঠামোর পথকল্প বিষয়ে জেলা পর্যায়ে মতবিনিময় সভা আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
সভায় অনলাইনে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) জিএসএম জাফরউল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশ ও এ্যাটসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী। ইনসিডিন বাংলাদেশ ও এ্যাটসেফ বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় অতিথিরা বলেন, মানব পাচার একটি জঘন্য অপরাধ। মানব পাচাররোধে দরকার সম্মিলিত প্রচেষ্টা। চাকরির প্রলোভন, উন্নত জীবনের স্বপ্ন, নানাবিধ সুযোগ-সুবিধা বা বাসবাসের ভালো পরিবেশ দেওয়ার কথা বলে এক শ্রেণির মানুষ মানব পাচারের সুযোগ নেয়। তাঁরা বলেন, সরকার মানব পাচাররোধে নানা উদ্যোগে নিয়েছে। যারা বৈধ পথে বিদেশে যান তারা দেশে রেমিটেন্স পাঠান। কিন্তু অবৈধভাবে গেলে নিজেই অন্যের প্রলোভনের শিকারে পরিনত হন। আমাদের কিশোর, তরুণ বয়সের ছেলেমেয়েদের এবিষয়ে সতর্কতামূলক ধারণা দিতে হবে।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।