চ্যানেল খুলনা ডেস্কঃ মানুষ মানুষের জন্য। করোনার পরোক্ষ আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে দেশের সকল শ্রেণির মানুষের দুর্ভোগের অন্ত নেই। এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে গত ২৬ মার্চ থেকে দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে ভোগান্তিতে পড়ে নিম্নআয়ের মানুষেরা। এসব নিম্নআয়ের শ্রমজীবী মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। তিনি খুলনা মহানগর বিএনপি ও অংঙ্গ সহযোগি সংগঠনের মাধ্যমে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তার ও নগদ আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।
রাজনৈতিক কারণে অনেক সময় দুরে থেকেও এলাকার মানুষদের করে চলেছেন সার্বিক সহযোগিতা। এর আগেও তিনি খুলনার খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী থানা এলাকায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছেন। আন্দোলন সংগ্রামে বিভিন্ন নেতাকর্মীদের পরিবারবর্গের কাছে আর্থিক অনুদান প্রদান করেছেন। রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের আমরণ অনশনে শ্রমিকদের পাশে থেকে সার্বক্ষনিক খোঁজ খবর নিয়েছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের খুলনা বিভাগীয় সমাবেশ সফলে রেখেছেন সক্রিয় ভুমিকা।
রকিবুল ইসলাম বকুল বলেন, আমি খুলনার ছেলে। খুলনার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করে দিতে চাই। যতদিন দেশে করোনা পরিস্থিতি থাকবে ততদিন আমি আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, তারুন্যের অহংকার আধুনিক বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্ট্রা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সর্বস্থরের নেতাকর্মীদের যার যা আছে তাই দিয়ে করোনা ভাইরাসের এ মহামারীতে দেশবাসীর পাশে দাড়াতে নির্দেশ দিয়েছেন।
এ নির্দেশ মোতাবেক আমাদের দলের কর্মীরা সারাদেশে খাদ্য সামগ্রী, জীবানুনাশক স্প্রে, মাক্স, হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন।