মাগুরা প্রতিনিধি : বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ মানুষের মনে যে ভালোবাসার জায়গা করে নিয়েছে তা বাংলার ইতিহাসে অম্লান হয়ে থাকবে। মানুষ মানুষের জন্যে এ বিশ্বাস ধারন করে সমাজের কিছু মানুষ অন্যের প্রয়োজনে নিস্বার্থ সহযোগীতা করে তৃপ্ত হন। প্রাপ্তি হীন সেবাতেই যেন তাদের তৃপ্তি। এমনি একজন মানবতার ফেরিওয়ালার ভুমিকায় অবতীর্ণ হয়েছেন মাগুরা সদর থানার বর্তমান অফিসার ইনচার্জ জনাব, জয়নাল আবেদিন মন্ডল। পুলিশ হিসেবে নিজ পেশার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিনিয়ত মানবসেবায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। করোনার প্রাদুর্ভাবের ফলে সমাজের দরিদ্র মানুষগুলোর অসহায় মুখগুলি যখন আকাশপানে তাকিয়ে থাকে, তখন খাদ্যদ্রব্য আর নগদ অর্থ-সাহায্য সহ ক্ষনে ক্ষনে তাদের সেবায় এগিয়ে এসে বরাবরই সবার নজর কেড়েছেন মানবতার এই ফেরিওয়ালা।
সম্প্রতি ২৭ জুলাই সদর থানার পুকুরিয়া গ্রামের হতদরিদ্র জ্যেৎস্না বেগম (৬০) প্রতিপক্ষের হামলায় মাথা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হয়। উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে ফরিদপুর সদর হাসপাতালে পাঠালে সেখান থেকে আবার ঢাকা রেফার্ড করেন। ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর কথা শুনে হতদরীদ্র বৃদ্ধার পরিবারের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। কিভাবে তাকে ঢাকায় নেবে? কোথায় পাবে গাড়ি ভাড়ার এত টাকা ? এ যেন মরার উপর খাড়ার ঘা। চিকিৎসা সামর্থহীন বৃদ্ধার পরিবার চিকিৎসা ভুলে দারিদ্রতার শুন্য ঝুলি হাতে বাসায় ফিরে আসার সিদ্ধান্ত নিলে সংবাদ পান পুলিশের মানবিক অফিসার ওসি জয়নাল আবেদিন। দ্রুত হাসপাতালে ছুটে যান মানবিকতার দূত হয়ে। তিনি বৃদ্ধার শারীরিক খোজখবর নিয়ে তাৎক্ষনিকভাবে ব্যাক্তিগত উদ্যোগে আধুনিক একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। সস্থির পরশ ছড়িয়ে দেন দরীদ্র পরিবারটিতে। পুলিশের এমন মানবিক সেবায় বৃদ্ধার পরিবার সহ স্থানীয়দের মাঝে এক ভালোবাসার আবেগের সৃস্টি করে।সকলের কাছে প্রশংসিত হয় মাগুরা জেলা পুলিশসহ বাংলাদেশ পুলিশ ।